তাসের ঘর
-----রেজাউল রেজা-----
____________________
শুভ্র-শীতল শিশির কণা
ভোর বেলাতে পড়ে,
সূর্যালোকের একটু ছোয়ায়
খানিক বাদে মরে।


শিশুকালের প্রিয় খেলা
বানানো বালির ঘর,
ভাঙতে নাহি সময় লাগে
একটু এলে ঝড়।


রঙ-বেরঙের ফুলগুলো সব
ফুটছে বাগান ভরে,
সন্ধ্যের আগে ফুলগুলো হায়
মাটিতে পড়ছে ঝরে।


টলমল জল পদ্মপাতায়
দীঘির বুকে ঢেউ,
সরু সুতায় জীবন সবার
বোঝেনা তা কেউ।


জীবন সুতা ছিঁড়ে যাবে
সাঙ্গ হবে খেলা,
বসবে তোমায় বিদায় দিতে
মস্ত বড় মেলা।
__________________
লেখা-২২ এপ্রিল,২০১৮
উৎসর্গ-জেসমিন জয়া।