টুটুলের খুশি
---রেজাউল রেজা
______________________
মামার সাথে মেলায় গিয়ে
বায়না ধরল টুটুল,
অন্যকিছু চাইনা যে তার
লাগবে শুধু পুতুল।


বাধ্য হয়ে একটা পুতুল
কিনে দিল তাকে,
পুতুল পেয়ে ছোট্ট খোকা
হাসি-খুশি থাকে।


টুটুল সোনার পুতুলখানি
চাবি দিলে চলে,
গানের তালে নৃত্য করে
ছন্দে কথা বলে।


পুতুল নিয়ে টুটুল সোনা
সবার বাড়ি যায়,
সেই পুতুলের নাচ দেখিয়ে
দারুণ মজা পায়।


খাওয়া-নাওয়া ভুলে টুটুল
পুতুল খেলায় মাতে,
সব সময়ই প্রিয় পুতুল
থাকে যে তার হাতে।।
_____________________
লেখা-২৪ জুন,২০১৮
------------
★★ছড়াটি জয়পুরহাট থেকে প্রকাশিত দৈনিক জয়পুরহাট খবর পত্রিকায় প্রকাশ হয়-২৫/০৬/২০১৮ তারিখ-সোমবার।
★★দৈনিক সমকালে প্রকাশ হয়-২৬/০৬/২০১৮ তারিখ,মঙ্গলবার।
★★দৈনিক গণ আলো পত্রিকায় প্রকাশ হয়-২৭/০৬/২০১৮ তারিখ,বুধবার।।
★★দৈনিক জালালাবাদে প্রকাশ হয়-২৮/০৬/২০১৮,বৃহস্পতিবার।।
★★সাপ্তাহিক চরকা-০১/০৭/১৮