ভীতুর ডিম
___রেজাউল রেজা____
______________________
ন্যাড়া মাথার ত্যাড়া কথা
গাছে পাকা বেল,
ঘরের বাইরে যায় না কভু
দেখরে মজার খেল।


ঘরের ভেতর সারাটা দিন
কনের মত থাকে,
বাইরে গেলে যদি আবার
ঠোঁকর মারে কাকে।


বাইরে যেতে বললে তাকে
রাগের স্বরে বলে,
চারিদিকে কুকুর-শিয়াল
ক্যামনে মানুষ চলে!


সাপ-বিচ্চু মারবে ছোঁবল
ঘরের বাইরে গেলে,
এইনা কথা ভাবতে কাকু
জ্বলে বেগুন-তেলে।


তেলাপোকার চলন দেখে
লোম হয়ে যায় খাড়া,
ভীতুর ডিম কাকু তখন
দিনেই দেখে তারা।


এতো গেল দিনের কথা
রাতের কথায় আসি,
ভূত-পেত্নীর স্বপ্ন দেখে
বউকে বলে মাসি।


আঁধার রাতে ভয়ে কাকু
লুঙ্গি করে নষ্ট,
হাইসো না কেউ তারে দেখে
কাকুর বড় কষ্ট।


বাইরে কভু যাবেনা আর
পণ করেছে কাকা,
রাস্তা-ঘাটে কত গাড়ি!
জান হবে তার ফাঁকা।
__________________________
লেখা-১৮ এপ্রিল,২০১৮
★★★কবিতাটি আন্তর্জাতিক স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ছন্দমিলকরণ প্রতিযোগীতায় সেরা কবিতার মর্যাদা লাভ করেছে।
★★★কবিতাটি রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশ হয়-২৩/০৪/২০১৮ তারিখ,সোমবার।
★★★কবিতাটি সিলেট থেকে প্রকাশিত দৈনিক জালালাবাদ পত্রিকায় প্রকাশ হয় ৩০/০৫/২০১৮ তারিখ বুধবার।