স্মৃতির অলিগলিতে ঘুরে ফিরে বেড়াবো বলে
চেনা শহরের বুকে নেমে পড়েছিলাম একদিন,
খুব চেনা ট্রামলাইনে হাঁটতে হাঁটতে
হাত বাড়িয়ে দিয়েছিলাম কোন এক অদৃশ্য হাতের খোঁজে
শুধু নিঃস্পন্দ বাতাসের স্পর্শ
জানান দিয়েছিল কারও অনভ্যস্ত অনুপস্থিতির
আর শুকনো নির্মম মর্মর হার মানিয়েছিল
আমার ভুলে যাওয়া প্রথম প্রেমের তীব্রতাকেও,
তাই চেয়েছিলাম যেন নেমে আসে ধূসর সুনামি
আমার চেনা কলকাতায়।
ভেসে যাক সব পুরনো স্মৃতি,
ধুয়ে যাক আমার করা প্রতিটা ভুল
আর কাওকে হারানোর শেষ যন্ত্রণা -
এই শহরের রাস্তা শুনেছে
আমার সাথে তার পদশব্দের ধ্বনি
এই শহরের নিয়ন দেখেছে
দুই দুঃসাহসী ঠোঁটের আলিঙ্গন
আর এই শহরই জানে তার সন্ধ্যের অন্ধকারে
লুকিয়ে থাকা পিশাচদের লোলুপ দৃষ্টি...
কেও তাদের দৃষ্টিহীন নয়, সেও ছিল না
সন্ধ্যে যেমন নিশ্চিহ্ন করে দেয় গোধূলির লজ্জা
অন্ধকার যেমন কেড়ে নেয় দিনের আলো
সেভাবেই ওই মাংসাশী পিশাচদের নখের আঁচড়ে
ছিন্ন শরীর দেখেছি শেষ রাতের আবছা আলোয়...
তাই আজ চাই সুনামি,
উঁচু ঢেউয়ের প্রবল রাগে ধ্বংস হোক সেই পিশাচের দল
সুনামির ধূসর ছবি বয়ে বেড়াক
তোমার অনামি স্মৃতি।