কবিতায় থাকা হাজারও কথার সাথে
নিজেকে মিলিয়ে দেখিস, মিল পাবি ...।
কিছুটা হাসাবে, কিছুটা মনে করাবে...


এই সব হাসি, মনে পড়া, সব কিন্তু "তোর"ই মনে
আমার লেখার সবই, "তুই" কিংবা "তোকে" নিয়ে
তাই প্রশ্ন আসে "কে এই তুই"!
"তুই" হতে পারিস আমার পুরনো প্রেমিকা
"তুই" পারিস ছেড়ে চলে যাওয়া মিথ্যে প্রেম হতে
"তুই" পারিস হতে সেই না পাওয়া স্বপ্ন-নায়িকা
"তুই" মানে রোজ মনের ইচ্ছে দমন করে নাটক করা
"তুই" হতে পারিস আমার ক্লান্ত দুপুর...
"তুই" হতে পারিস আমার লাল-নীল গ্যালারি
"তুই" হতে পারিস অপ্রকাশিত কোনও দীর্ঘ লেখা
"তুই" কুটিকুটি করে ছিঁড়ে ফেলা প্রেমপত্র!
"তুই" হয়তো  আজ তুমি...
"তুই" মানে আমার রোজকার অপেক্ষা
"তুই" মানে আমার চেনা-অদেখা...
"তুই" মানেই যে আমার সব..