পাগড়ি পোশাক পরে তারা নেমেছিলো রাস্তায়
তারা স্লোগান দিচ্ছে, হাতে মোমবাতি নিয়ে কালো রাতের গায়ে মাখিয়ে দিচ্ছে আগুনে হলুদ
শত বাধা আসে, আসে বিপক্ষের রক্তহীম চোখ
তবুও তারা এগোচ্ছে মন্থর গতিতে,
তাদের বিদ্রোহ আগুন দেয় সমস্ত কবিতায়,
তবুও তাদের দেখা যায়না খবরের নামচায়;
চোখের জল শুকায় তাদের ভাবনায়,
তারা বসেছে আজ রাস্তায় যারা একদিন যোগাত খাবার
আসলে তারা খুঁজছে তাদের স্থান,
আইনি বেড়াজাল আর কাগজের ভাষা তারা বোঝেনা
তারা বোঝে মাটির গন্ধ, আর এখন খোঁজে অস্তিত্বের কথা।
একদিন যারা যোগাত অন্ন, হয়তো কয়েকদিন বাদে তারাই পাবে দেশদ্রোহীর তকমা,
আর তখন পেটের জ্বালা মেটাতে নামতে হবে আমাদের,
আমাদেরই হয়তো নিতে হবে তাদের অস্তিত্ব!