বেশ তো ছিলাম রাতজাগা পাখির মত,
ঘুমহীন অক্লান্ত তারাদের সাথে মিটিমিটি খেলায়
মাঝে মাঝে চাঁদের সাথে কালো মেঘের লুকোচুরি দেখেতাম।
আর ভাবতাম, আমার মনের মধ্যে তোর ঔপনিবেশিক শাসনের অবসান
মনের স্বাধীনতা দিবসের দিন সংগ্রামীদের বিদ্রোহ...
প্রশ্ন একটাই, " এই স্বাধীনতা কি আনন্দ আনবে?"
নাকি দুঃখই চালাবে তার কুৎসিত রাজনীতি!
জানি না কি হবে... জানার ইচ্ছেও যেন আর নেই...
সবার কাছে আজ আমি মৃতপ্রায় এক প্রান!
দুঃখের হেমলকে নীল আজ সারা শরীর...
ভোরের আকাশটাও যেন আজ তীব্র বিষে জ্বলছে...
তাই তো আস্তে আস্তে গিলছে ওই ছোট ছোট তারাদের,
সব কিছুর সাক্ষী হয়ে তোর অপেক্ষায়...