উসকো-খুসকো চুলে দিন আসে অ্যালার্মের আওয়াজে-
গড়িমসিরও সময় দেয়না সকালটা,
এককাপ গরম কফি, একটু ধোঁয়া আর কিছু পুরনো কথা
নিজের সময় তো ওইটুকুই- তৈরি হতে হয় নতুন লড়াইয়ের জন্য
রান্নাঘরে সুখ খুঁজেনি মাঝে মাঝে তাই,
নিজের যত্নটা নিজেরই, খুব বেশীই নিজের।
ব্যাগ ভরে ল্যাপটপ, আর মন ভরে রাগ নিয়ে বেরিয়ে পড়ি পক্ষীরাজ-এ
যুদ্ধটা চলে সারাটা দিন, সকাল দশটা থেকে সন্ধে ছটা
একদিন রাজা হবার স্বপ্ন,
পদাতিক সৈনিক হয়ে তাই লড়তে থাকি রোজ,
মুখ ফুটে বলিনা কিছুই, লোকে ভাবে আমি অজেয়,
কিন্তু-
আমিও চাই একটু মাথা রাখার কাঁধ, আমিও চাই মনখোলা কান্না,
কিংবা শীতের পাহাড়ে একটু ওল্ড-মঙ্ক।
বয়স পেরিয়েছে ছাব্বিশ, মাস দুই বাদে হয়তো হবে সাতাশ
হয়তো বলি কারণ, বয়স তো বাড়ে যারা আছে বেঁচে,
আমি জন্মনি রোজ, ক্লান্তির ঘুম থেকে জ্যান্ত হই,
রাতনেশা কেটে বেরিয়ে আসি না ফেরার ইচ্ছে নিয়ে…


কিন্তু ফিরে আসতেই হবে তোমায়,
কারণ রাজা যে তোমায় হতেই হবে,
আবার স্বপ্ন দেখতে হবে তোমায়,
সব ইচ্ছের কাছাকাছি যেতে হবে, যাতে ছুঁয়ে দেখতে পার,
মেঘের থেকে মাটিতে ঝাঁপ দিতে হবে,
উঠতে হবে অনেক পাহাড়ে,
থামতে পারবে না এখন,
সামনে যে অনেক পথ বাকি এখনও…


কবিতাটা তোমার জন্য না,
কবিতাটা এক চশমা পরা ফিনিক্স পাখির।