ধোঁয়াটে সাম্রাজ্যের বাসিন্দা আমরা দুজন
সস্তা মুখের কৃপণ হাসি বিলিয়ে
এড়িয়ে চলি নিজেদের।
একদিন ছিল যখন-
এক ঠিকানায় আস্তে হত রোজ দিনের শেষে
এক ছাদের তলায় ছিল দিন গুজরান।
আমার প্রেম মানে ছিল আপনভোলা হয়ে শুধু তোমার চিন্তা
কিন্তু সেই ভালবাসাই ছিল তোমার কাছে "আদিখ্যেতা"।
তোমার হাতের ছোঁয়ার পরিবর্তন বুঝতে ভুল করিনি,
তোমার চেনা ঠোঁটের স্পর্শও যেন খুব অচেনা ছিল।
তাই রেহাই দিয়েছিলাম তোমায়... বলেছিলাম নিজের মত করে বাঁচো...
আর সুখে থেকো।
জীবন মানেই পরিবর্তন, তাই কারও প্রয়োজনই টিকে থাকে না বেশি দিন
হারিয়ে যায় ব্যস্ততার ঘূর্ণাবর্তে।
যত অভিমান,যত অভিযোগ সবই মুছে গেছে
আজ শুধু মনে আছে
শেষ কয়দিনকার কথা
আর তোমার নিঃশেষ অবৈধতা।