"পাগলী তোকে হারালে আগুন চুরি করব
কৃষ্ণচূড়ার কাছ থেকে...
সূর্যাস্তের শেষ রঙ মুছে গেলে
সেই আগুন লাগাবো গোধূলির বুকে..."
হ্যাঁ, মনে আছে, বলেছিলাম...।


আমার জীবনের ব্যস্ত ষ্টেশন
শান্ত হয়েছিল- পাগলীর দুপুরের আনমনা গানে,
সেই শুরু...


তোর পাগলামি...
আমি রোজ বলতাম "ভালো আছিস?"
উত্তর- "পাগলী কি আর খারাপ থাকে?"
ভিক্টোরিয়ার সোনালি বিকেল
আধচটা নখপালিশ...
আর একসাথের ৩ বছর...


তারপর,


ওরা বলেছিল
"একটা চালচুলো হীন ভিখিরিকে বিয়ে করবি?"
চেয়েছিলে পালাতে, লোকলজ্জা ভুলে!
" আমি তো পালিয়ে বাঁচতে পারব না!"
এরপরই অচেনা হলাম আমি...
আর, হারিয়ে গেলে তুমি...
"তুই" থেকে "তুমি"-র নিঃশব্দ বিবর্তন!


শেষে...


জীবন বলল,
পিছু ডেকো না, অবকাশ নেই একলা ভিড়ে
ব্যস্ততা ভোলাল অনেক কিছু...
তবে তোমার কথা ভোলাতে পারিনি...
দেখা হলে ঠিকই বলব... "ভালো আছো?"