পরের বার যদি আসো, তবে,
অচেনা হয়ে এসো-
দেখা করো, কোনো এক নামহীন গলিতে।
পরের বার যদি আসো, তবে
প্রথম দেখার মতো করে এসো,
পরের বার যদি আসো, তবে
আমার আনকোরা কবিতা হয়ে এসো,
পরের বার যদি আসো,
এসো তবে আমার মনের নিলাম ঘরে,
গুছিয়ে রাখা স্মৃতি কিনবে নিজের সময় বেচে,
পরের বার যদি আসো, তবে-
আমার তৃষ্ণার্ত ক্লান্তিতে এসো বৃষ্টি হয়ে
পরের বার যদি আসো,
গুলজার-এর সায়েরি হয়ে এসো
হতাস দিনের শেষে গরম চা এর চুমুক হয়ে এসো,
পরের বার যদি আসো, তবে
বুকে মাথা রেখে শান্তি হয়ে নেমো
পরের বার যদি আসো, তবে,
মিথ্যে রাগের আড়াল সরিয়ে
"তোকে ভালোবাসি!" বলে এসো।
পরের বার যদি আসো, তবে
হাতে হাত আর বই পড়া কলেজ স্ট্রিটের রাস্তা নিয়ে এসো
পরের বার যদি আসো,
আমার বিষণ্ণ মুখের হাসি হয়ে এসো,
পরের বার যদি আসো, তবে
চশমা সরিয়ে খোলা চুলে কালবৈশাখী হয়ে এসো
পরের বার যদি আসো, তবে
"ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো"
পরের বার যদি আসো, আর যদি সত্যিই ফিরে আসো-
আমার হয়ে এসো।