অদ্ভূত ঈশ্বর আমার
একসমুদ্র বালি নিয়ে চোরা বালি মাঝে।
হাত গলে গড়িয়ে যায় বালি
মুঠো খুলি ,বন্ধ মুঠো সব খালি।
খালি ,খালি ,খালি
ঈশ্বর তোমার ধ্রুপদী রূপের সুন্দর চাহনি।


ঈশ্বর তুমি দেখতে থাকো,শুনতে থাকো
অন্তিম আকাঙ্খার শ্মশানে শুয়ে সেই শেষের কবিতা।
ঈশ্বর লিখতে জানো,পড়তে পারো
হৃদয় পারে আমার মনের কবিতা।
যে কবিতায় পার ভাঙ্গে জমানো ক্ষোভে তোমার ঠোঁট
যে কবিতায় আছড়ে পরে সমুদ্রের মাঝে লুকোনো লোভ।
ঈশ্বর এমন কবিতা তুমি লিখতে পারো
নাকি শুধু আমার মত শব্দ নিয়ে তুমিও খেলো।


অদ্ভূত ঈশ্বর আমার
একসমুদ্র আঁচড়ানো বুকে রঙিন শোক।
আমার কবিতার গায়ে আগুন
গড়িয়ে পরে মুহুর্তদের ভিড়ের অশ্লীল শব্দ।
খালি, খালি ,খালি
ঈশ্বর তুমি খালির ঘরে লুকোনো চোরা বালি।