অদ্ভূত আচরণে আমি মুগ্ধ হয়ে যায়
দুঃখের সাথে নিজেকে মিশিয়ে আমি গলে যায় মোমের আগুনে।
চিরন্তন কোনো শব্দের মত ভালোবাসা আমার জীবনে
যন্ত্রণার মত রক্তচরণ বুকের মাটিতে।
আমি ভালোবেসে যায়
আর সময় পালাতে থাকে দূরে ,বহুদূরে।


আমার কবিতার শব্দচয়নে বিবস্ত্র সভ্যতার শরীর
আমি হাজারো শ্রাবনে চান করে আনকোরা রৌদ্র।
ছুঁতে চাই ভিজে মাটি ,মেটে গন্ধ
ভালোবাসার ধারালো অস্ত্রে নিজেকে হত্যা করে
আমি পেতে চায় ভালোবাসা তোমার মাঝে।
কিন্তু ভুল হয়ে যায় ,ভুল হয়ে যায় ,
বারংবার ভালোবাসা আমার কানে ফিসফিস
আমি নেই ,মুর্খ তুই।
ভালোবাসা মানে যন্ত্রণা
আর যন্ত্রণা মানে ভালোবেসে বেঁচে থাকা।


অদ্ভূত আচরণে আমি মুগ্ধ হয়ে  যায় তবে
জানলার সার্সি দিয়ে সোনালী রৌদ্র আমাকে জড়ায়।
জড়িয়ে ধরে তোর অস্তিত্বের রক্তবিন্দু আমার স্পন্দনে
তবু আমি অনুভব করি ,ভালোবাসি তোমায়।
দুঃখের সাথে নিজেকে মিশিয়ে গলে যায় মোমের আগুনে
আর তুমি আগুনের মত আমার যন্ত্রনায়।