জীবন অববাহিকার বাইরে যতটুকু
সেটুকু খরা,
মরুর রক্ত চোষা জানোয়ার সব সময়ের বুভুক্ষ।
গড়িয়ে চলা পঞ্চ সর্বনাশের সর্বনাশী স্বপ্ন
এক রাতে ,
এক সমুদ্র অচঞ্চল বেলাল্লাপনা।


রাত্রে নেশার চোখ জড়িয়ে পান পাত্রে বরফের শীতলতা
শীতল চোখে যন্ত্রণা নারী।
রাম্পে হেঁটে যায় যারা বিলাসী শরীর
কার্পন্যতা সস্তার কার্পেটে ইঁদুর দৌড়।
যতটুকু যেটুকু জীবন
মরে বেঁচে থাকা একলা সমুদ্র।
হাসি পায় অচঞ্চল চোখে অসংখ্য চরিত্রের উন্মোচনে
এক একটা নাটকের সমাপনে।


জীবন অববাহিকার ভিতরে যতটুকু
সেটুকু তৃষ্ণা।
হিম শহরে শুয়ে থাকে কারা যেন মানুষের মতো দেখতে
বিভত্স্য লাল চোখে সর্বনাসী স্বপ্ন।
আরো ভালো বাঁচার
যে কোনো মতে সর্বনাশী বিলাসী জীবনে।