কোনো এক বিকেলবেলা
জড়ানো কফিকাপে শুয়ে থাকা সময়ের ভিড়।
ফাঁকা ফুটপাথে কেউ হেঁটে যায় হিসেবের বাইরে
অন্য কোথাও
যেখান থেকে পথ চলা শুরু আর জীবন শেষ।


এমনি এক জড়ানো দিনে
বিকেলের কফি কাপে তোমার ঠোঁট আমার উষ্ণতা ছুঁয়ে।
আমার খোলা বোতামের জামার গভীরে
ছুঁয়ে যায় মুহূর্ত।
উফ্ফ্স জিভ পুড়ে যায় ,সত্যি তাই
তাই তাই তাই জীবন পুড়ে যায়।
হাসি পায় হৃদয় পুড়ে যায়
চেনা চেয়ারে  অচেনা তোমাকে আবারও  চেনা যায়।


কোনো এক বিকেলবেলা
ফুরিয়ে যাওয়া আলোয় হঠাৎ  লোডসেডিং।
ফাঁকা ফুটপাথে ,হাজার অলিগলি চেনা কফিসপ
অন্য কোথাও
অচেনা লাগে হাজারো তোমার মাঝে অন্য তোমাকে।