=============================
বুকের তলায় কবিতা শুয়ে শান্ত নদীর মতন
জীবন যেখানে প্রবাহী অলিন্দের সময়।
শব্দগুলো জব্দ,
আরেকটা শতাব্দীর আলোয় আমার চোখে আধুলি।
না হে এই বেঁচে থাকা
ইচ্ছামন্ডলীর  খোল করতাল।


বুকের তলায় কবিতা শুয়ে শূন্য, শূন্য, শূন্য নিয়ে
অসংখ্য কবিতার শূন্য গুলো জুড়ে সময়।
এ সময় ,অসময়
জেদী ,খেয়ালী আগুনে সিম্ফনি।
শোনা যায় জীবন নাকি জীবিত কারাগার পৃথিবীর পথে
স্বয়ং বুদ্ধ,জেসাস খ্রাইস্ট হেঁটে আসেন খালি পায়ে।
পায়ের তলায় বালি ,অপারক শান্তি
চেতনার গায়ে।


বুকের তলায় জীবিত অথচ মৃত কবিতা শুয়ে
নগ্ন চেতনার রাম্পে হাঁটা নগ্ন স্তন ,নগ্ন যোনির।
শরীরের রসায়নে আরক্ত হৃদয়
নিস্কাম প্রেমের কবিতা লেখে বুকের ভিতর।
বহুবছর প্রাচীন এই বেঁচে থাকা
ইচ্ছামন্ডলীর  খোল করতাল।