===============================
আংশিক মেঘাছন্ন আকাশের একপাশে
একফালি শহর উঁকি মারে।
জীবন যেখানে যথাযথ পান্তা নুনে পোড়া লঙ্কা
সেখানে আদিম সভ্যতা স্পর্শ আনে।
.
কি হয়েছে রৌদ্র
তোমার মুখপোড়া সকালে কফি কাপে বিরক্তি কিসের।
কি হয়েছে এমন যে শহরে আজ মেঘাছন্ন দিন
একটা রাত্রি শেষে বৃষ্টি আসন্ন সকাল।
আমি রৌদ্র দেখতে চাই আমার শহরে
মেঘ ,বৃষ্টি সব সময়ের রুপকথা।
আর একফালি হাসি শীতের সকালে
চল আজ পিকনিকে যাই।
.
অংশিক মেঘাছন্ন আকাশের গল্প শেষ
ফোন করবো তোকে ,দূর ছাই।
ফোনের নীল বালান্সে আবার পান্তা নুনে পোড়া লঙ্কা
ঠিক আছে চল আজ একটু বদলায়।