=============================
সংবাদপত্রের প্রথম পাতায় আজ মৃত্যু লেখা
সমস্ত যন্ত্রণার উপলব্ধি।
আজ বুক চিঁড়ে এগিয়ে যাওয়া অনিদ্রার লিপিতে
পাগলা হাওয়া।
মেঘ রৌদ্র ছাড়া কোনো এক দমবন্ধ উপলব্ধির আলিঙ্গন
নিজেকে একা পাওয়া।


এমনি হয়
যখন সামুদ্রিক বিশালকায় ঝড়ের আস্ফালন আদিম করে।
বুকের দাবানল ছুঁয়ে ভ্যাপসা জীবন খবরের পাতায়
খবর আসে খবর বদলায় রোজ।
অথচ বক্তব্যের উপাখ্যান যন্ত্রণার মত ছুঁয়ে যায়
বদলায় না কিছু সময়ের আগে অথবা পরে ,
শুধু খবর বদলে যায়।


পত্রিকায় প্রথম পাতায় আজ শিহরণ
সেই তুমি নাম্নী আদরে মেয়েটার আজ বদলানো কবিতা।
হারিয়ে যাওয়া চোখের পাতায় আদ্র কবিতা
বুক জ্বলে ,সময় পোড়ে শুধু এগিয়ে যাওয়া দৈনন্দিন।
খবরের পাতায় বদলানো খবর
একই থাকে ,শুধু ঝড় বয়ে যায়।