শেষ অবধি যদি হারিয়ে যাস
সারা শরীরে চোখে মুখে কালি।
.
নিরন্তর উদ্ভট ভাবনার সাথে বাস
নিরন্তর হৃদয়ের হৃদস্পন্দনে কান ঘেঁষে মৃত্যুর স্বয়ংবর।
অবিধারিত দরজা ,উত্তাল সমুদ্র দুই বুকের ঢিপিতে উইপোকার বাস
এমনি চলছে যুগে যুগে।
নারীর থেকে নারীত্ব , কোঁচকানো সুতির কাপড়ে কুমারীত্ব
মাতৃ স্বাদ ,বাঁচার অভ্যাস।
.
আমি দেখি নি তোকে খোলা আকাশে আদুল নীলে
তোর হাসির ঝংকারে শান্ত হৃদয় ,মৃত শবঘর।
এইটাই তো ভয়
তোর চানের ঘরে চেনে তোকে চেনা আয়নায়।
নগ্ন বিধাতার শরীর স্পর্শ জলবিন্দু মগ্ন ধ্যানে
পরম প্রিয় তুই আছিস যন্ত্রনায়।
.
শেষ অবধি যদি হারিয়ে যাস
কাটানো সময়ে লুকোনো কান্না গালি।