ইশ্বরের মত আবর্তে দাঁড়িয়ে
আমি উর্ধমুখী মানুষের হাহাকার হৃদয়ের তৃষ্ণা।
নিভে যাওয়া আলোয়
রাস্তার প্রকৃতির খেয়ালে কুকুর ছি ছি,
পা তুলে মু... যায়।
আমি হাসি আমি ঈশ্বর হতে চাই
শুধু একফালি আলো।


আমি দেখি নি  দুকুল ছড়ানো পাহাড়ি নদী
আমি দেখেছি শুধু ঝরে পরা ঝরনার মিষ্টি জল।
আমি দেখি নি দুকুল প্লাবনের ভিজে নোনতা খিদে
শুধু চান করেছি হৃদয়ে নোনতা জল।
আসলে আমি বুঝতে পারি নি পাহাড়ি ম্যাজিক
ম্যান্ডড্রেডের ঝুলি থেকে বেড়িয়ে এসেছে রক্ত নদী ,
আমি চান করেছি সেই রক্তে।
আসলে আমি ঈশ্বর হতে চেয়েছি পাহাড়ি প্রেমে
আমি যে পাথরের রুক্ষতা আমি দেখি নি।


ঈশ্বরের মত আমি অবচেতনে  দাঁড়িয়েছি একলা
একাকী অন্ধকার নাটকের উপসংহারে।
নিভে যাওয়া আলোয়
রাস্তার প্রকৃতি খেয়ালে সকলে প্রনাম ঠুকে যায়।
অসীম তৃষ্ণা বুকে বাঁচার আশায়
আর আমি হাসি ঈশ্বর হতে চাই যন্ত্রনায়
শুধু মৃত্যু লিখে যাই বিশ্বাসের কল্পনায়।