নেহাত চিত্কার
ধর্ম কবে কার ,সবটাই বেকার।
ধর্ম ? নিকুচি করেছে
আগে  খিদে ,বাকিটুকু ইসকে বাদ।
ভালো যদি বাস তবে হাত ধরি
না হলে চলো হিংসাকে ধর্ম বলি।


সাজিয়ে দফতরী মন্দিরে পুজোর ফুল
কিছু কাজের কেজো বিক্রি ফুল  ,চোখের ভুল।
রিটার্ন সমেত ঈশ্বরের পায়ের ধুল
এই নাকি ধর্ম।
না খেতে পেয়ে পোড়া সভ্যতায়  মারা যায় কয়েকশো শিশু
বন্দুকের নলে ধর্ষিত হয় না আসা যৌবন।
ঈশ্বরের স্থপতিরা চিত্কার করে ঘোর কলি ,ঘোর কলি
কার কথা কাকে বলি।
সব এই পোড়া সভ্যতায় লম্পট লাভের আয়না
আমি ধর্ম মানি না ,কাফের বলো ,
আমি নয় সভ্যতার রক্ত চোষা  হায়না।


নেহাত চিত্কার
ধর্ম কবে কার ,সাজানো সভ্যতার অন্ধকার হাতিয়ার।
ধর্ম ? নিকুচি  করেছে বলবো হাজারোবার
মানুষের ধর্ম মনুষত্বে,শিক্ষার আলোয় ,চেতনার প্রেমে।
তুমি যদি  ভালোবাসাকে ধর্ম বল , সত্যের হাত ধর
সত্যি বলছি ধর্ম মানবো বারংবার।