আমি নই শহরের
আমি নই গ্রামের,
আমি তেতো পথের এই মৃত্তিকার।


আমি বিনীত পথের যাত্রী,
সৌম্য কান্ত আমার মূর্তি,
আমি ব্যথিত অন্ধকার, চির হাহাকার।


আমি উড়িনা মেঘের কোলে
ভাসতে পারিনা ঝরনার জলে,
অনুর্বর করোটি আমায় বলে,
কেন? এই পৃথিবী এত! গোলমেলে।