অনন্ত সময়


দাঁড়িয়ে দেখি অসীম অন্ধকারে,
বহুদূরে গাছের মিতালী হাওয়া চাঁদকে করেছে আলিঙ্গন।


অবিরল জলের ধারার মতো চলেছে সময়,
অন্ধকারকে সুগভীর মায়ায় গিলে ফেলে,
উদ্ভাসিত আলোর দোলনায় চলছে
আঁধারের অবিনাশী প্রেম।


ঝরাপাতার মত রাত্রি  ডুবে গভীর আবেশে
প্রিয় শান্তির খোঁজে আলোকে ভালবেসে অন্ধকার
বুকে জড়িয়ে নেয় চাতকীর বৃষ্টির মতন।


আমিও জড়াতে চাই মৃত আলোর পরশকে,
যে পথে অন্ধকার হেঁটে চলছে গভীর মমতার পরশে।


যার স্নিগ্ধ মায়ায় আমি ঘুমিয়ে যাবো হাজার বছর।
আমি আর ফিরবো না এই নরম আলোর উদাসীন বিকেলে।


উদ্যেম আলো আর আমাকে আন্দোলিত করবে না।
এক পশলা  বৃষ্টি আর আমাকে ছুঁতে পারবে না।


অন্ধকারকে ভালবেসে আমি অকল্পনীয় সুখ খুঁজে নিবো আলোর কাছে।


আমি আর  প্রস্ফুটিত হবো না।
বেদনার কাছে আমি আর কান্না খুঁজতে যাবো না।
বেদনাকে ভালবেসে সুখের পরশে পরশে জেগে থাকবো অনন্ত সময়।