একশো বছর পরেও যখন
দেখবে মোরে ছবির পাতায়,
কৌতুহল কি জাগবে তোমার?
অচিন যখন স্মৃতির খাতায়!


মোর শরীরের হাড্ডি মাংস
থাকবে তখন? কখন বিনাশ!
কবর হয়তো দালান তখন
খুঁজবে কোথা ক্ষুদ্র নিবাস!


ভাববে আবাল লুঙ্গিও পড়া
মুখের উপর নাকের ডগা,
এমনি হেংলা পাতলা গড়ন
ছিলো কেবা দেখতে রোগা?


যায় শুনা এক বাংলা কবি
গদ্য পদ্য লিখতো সব-ই!
এই কি তবে অচল পয়সা
কোন কাজে সে লাগবে শুনি?


০২/০৫/২০২৩
চট্টগ্রাম।