চাইলে কাছে ধরলে চরন
তুমি বলো, "আহা! মরন।"
এই শুনে যেই তাকাই ফিরে
দেখি ভয়াল মুখের গড়ন।


পারদ জ্বরে রোজই চলে
মিটার তোমার ওঠা-নামা,
কখন বিকেল কখন সন্ধ্যা
কার-বা সাধ্য বুঝে কেবা!


তোমার চোখের ঐ চাহনি
অজানাই তার সব কাহিনি!
লাগলে ভালো যখন তখন
দেখাও খোলে সেই বিপনি।


ভাবি আমার এতো কাছের
এতো চেনার প্রাণ ভোমরা,
জেনেও তারে আজ অচেনা
কেমনে সে রয়, খুব অধরা?


১১/০৪/২০২৩
চট্টগ্রাম।