হঠাৎ দেখি তোমার ভাঙলো কাঁচা ঘুম!
কি হলো আজ!
কোথায় সূর্য কোথায় চাঁদ একটু বাঁকা?
আজ যে প্রভাতে ছড়িয়ে দিলে আলো,
দিচ্ছো শোভা রক্ত আভা চাইছো কাছে
                              মুখটা ঢাকা।


এমনি করে ডাকোনি কেন এতোকাল?
দেখোনি বুঝি?
ছিলাম তো পাশে, পেতেই ঘুরলে চাকা,
নাকি স্বপ্নে পেলে ভয়, ভয়ানক নিশ্চয়?
নাকি দেখলে তুমি একা, ঘরটা তোমার
                               শূন্য ফাঁকা?


নাকি অভিমান তোমার পড়লো ঝরে
হলো ঝর্ণাধারা?
চাইনা আমার মস্ত আকাশ মেঘে ঢাকা,
চাইনা রসে টসটসে গাল ধনুক চোয়াল
আমার কেবল, তোমায় পেলেই চলবে
                      আগের তুমি রেখা।
০২/০১/২০২২.
চট্টগ্রাম।