মুঠো মুঠো স্বপ্নমাখা রোদ্দুর নিয়ে
আমি কতো দাঁড়িয়ে থাকি পথ ভোলা পথিকের মতো; নিশ্চল...
বাড়ির পাশে সবুুজে মোড়া ধানের ক্ষেত আলপথ বৃক্ষতলা
প্রতিক্ষায় থাকি আলোক জ্বলা জোনাকির
কখন উঠে সূর্য
কখন দেখা যায় আঁধারে প্রস্ফুটিত বাঁকা চাঁদ সৌভাগ্যের চিকন গলি
রোজ-ই ভাবি;
ঝড় থামলেই দৌড়ে গিয়ে দিগন্ত ছুঁবো
এক পশলা বৃষ্টি দিয়ে শুদ্ধতায় ভাসাবো স্বর্গের নীল সিঁড়ি,
অবহেলা অবজ্ঞা ছুঁড়ে ছুঁয়ে দেখবো মাখা মাখা ভালোবাসা
জড়িয়ে ধরে মেপে দেখবো আমার জন্যে কতোটা তাতে আবেগি প্রেম
সময় পাল্টায়, কুয়াশা মোড়া ভোরেরা আসে
তীরে ভীড়ে না তরী
আসে না সুখের অথিতি পাখিরা
পথ পাল্টে হতাশায় ছুঁয়ে যাওয়া অভিমানী সুখেরা ফিরে  যায়; বহু দূর!
আলো খুঁজা আমি, ভাগ্যাহত বেহুলা; বৃষ্টিতে ভিজে
শূন্য হাতে একাই ফিরি বাড়ি।


০১/০৪/২০২৪ইং
চট্টগ্রাম।