বয়স বেড়ে কালো চুলে ধরেছে পাক
নরসুন্দরে চুপিচুপি সাদা করি লাল,
ওগো প্রিয়ে কি করে বলি তুমি প্রেমিকায়
ভালোবাসি অতিকায় দেখে এই হালচাল?


তুমি আর আমি সঙ্গী কেবল দুজন দু'জনার অতি
মাঝে ছেলে-মেয়ে অধমে পেয়েছে হ্রাস কিছু কদর,
সকাল সন্ধা রাতে যদি বলি করো একটু আদর
তুমি হেঁসে এড়িয়ে কাকে যেন বলো শুধু,"বাদর"।


এখনো যখন খুব ইচ্ছে করে আলতো চেপে
ধরি তোমার কোমল দুটি হাত মিথ্যে কোন ছলে,
তুমি বাড়িতে আসবে বলে আত্মীয় মেহমান
হাতে ধরিয়ে দাও সেই কাঁচা বাজারের থলে।


যখন ভাবি পাবো তো সন্ধার মিষ্টি অবসরে
পুরনো লগ্ন আনব ফিরিয়ে একে একে মিলে,
ওমনি সাজো গুরু সন্তানে পড়া করো শুরু
শেষমেষ আমি ফেলি নিশ্বাস কথার আড়ালে।


লুকিয়ে যতো আনি শখ করে বাহারি ফুল
টাঙাইল শাড়ি রাজশাহী সিল্ক মিহি কাতান,
সাজাবো বলে পালঙ্ক নব বঁধু, তুমি ঘুমাও
হয়েছে খাটুনি দিনময় বাড়াও আবার ব্যবধান।


আর আছে কতো বাকি প্রিয়ে দেবে ফাঁকি
ভালোবাসা তোমার কিছুটা তো রেখো জিঁইয়ে,
রাত কিবা দিন অষ্ট প্রহর সব্বাইকে এড়িয়ে
দিয়ো ভালোবাসা যেয়ো একবার সুখে কাঁদিয়ে।
০৬/০১/২০২১