একদিন আমি হেঁটেছিলাম
এ শহরের কালো রাজপথ সরু সংকীর্ণ ফুটপাত
হেঁটেছি নিউমার্কেট থেকে ফার্মগেট,
তারপর শাহবাগ হয়ে পল্টন একটানে সদরঘাট।
মাঝে দাঁড়িয়ে দেখেছি সাইন্সল্যাব ভূতের গলি
ঘড়ির কাটা, ব্যস্ত জনপদ আর কোলাহল।
শাহবাগে দেখেছি কাটা ঘুড়ির মতো দুলতে দুলতে
একদল রাজ হংসের অকাল মৃত্যু
অধঃপতনে তলিয়ে যাওয়া লাখো শকুনকে দেখেছি
ধূর্ত শিয়ালোর মতো কি করে হয় একজোট!
ক্ষমতালোভী সিংহ কে দেখেছি চাটতে কচি মাথা,
দেখেছি ভালোবাসতে পশুত্ব গিলে খেতে আইন আদালত সত্য
অবাক বিষ্ময়ে দেখেছি পিন-পতন নিরবতা
প্রেসক্লাবের শূন্য ডায়াস আর তার খোলা প্রসস্থ সম্মুখ চস্তর,
দেখেছি তার প্রহরায় দাঁড়িয়ে নাক কাটা এক ভৃত্য!
দেখেছি সাদা পতাকা হাতে ক'টা লোভাতুর চোখের মৌন মিছিল
দেখেছি চব্বিশ তলা দালান আর তাতে শাসকের অবাধ যাতায়াত কৃপা
পল্টন, শাপলা চত্বর বায়তুল মোকাররমের রাস্তায় দেখেছি
ফুঁসে উঠা বানের মতো রক্তের গণ-জোয়ার,
ফুটপাত আর পায়ের নীচের নুড়িপাথরে ছোপ ছোপ দাগ বেয়োনেটের খোঁচা
গোটা রাজপথটা দেখেছি গা থমথমে ছমছম
দেখেছি শহীদ স্তম্ভের মতো অপেক্ষায় বীর-বেশী স্বপ্ন
তাতে মৃতপ্রায় ক'টা প্রাণ আজও দেয় উঁকি,
খুঁজে রৌদ্রস্নাত ভোর সকাল দুপুর।


০৯/০৮/২০২২
ঢাকা।