এখনো এ তল্লাটে যায় দেখা খঁয়ের খা,
আছে মুষ্টিমেয় ক'টা শৃগাল
পাশাপাশি বাস করে শকুন নেংটী ইঁদুর
যারা দাপিয়ে বেড়ায় গোটা মাঠ
সোনালী ধান নিশ্চিতে করে সাবাড়
ভাজা পাপড়ের মতো
আমার দেশ, দেশের মাটি আর তাঁর সম্ভ্রম,
উলঙ্গ দস্যুদের হাটে বিক্রি করে নিজের বিবেক
পর হাতে তুলে দেয় জলাঞ্জলি জাতীয় স্বার্থ
আর নিলামে তুলে মহান ঐ স্বপ্নদ্রষ্টার চেতনা।


বটগাছটার নিচে এখনো দেখি বাস করে
মনুষ্য মুখোশে ক'টা বহুরুপী একরোখা ষাঁড়,
যার লম্বা ধারালো দাঁত
আর আছে সর্পের মতো বক্র ঘাড়,
এখনো প্রকাশ্যে দেখি
শূন্য কলসি লেবাস ধারী শয়তানের দাপাদাপি
কামড়ে ঠোঁট দেখায় রক্তচক্ষু,
ছিঁড়ে খাবে বলে ঘুমন্ত বাঘের দাঁত নখ জীবন্ত শরীর
উন্মেষ ঘটায় তার পুরনো কামনা।


হায়! আফসোস.......!


০৬/০৯/২০২২
চট্টগ্রাম।