আচ্ছা, আমার যখন একশ বছর বয়স হবে,
তখনো কি আমার পাশে রবে?
তখন তো আমার এই চেহারাটাই বদলে যাবে
এই কপাল এই গাল গুলোও যাবে ঝুলে,
চোখ বুঝলেই তুমি আর খুঁজে পাবে না
মিষ্টি কোন ঘ্রাণ আমার সিক্ত চুলে।
তখন তো আর আমার মুখে খুঁজে পাবে না আলো,
ভালোবাসি ভালোবাসি বলতেও হয়তো আর লাগবে না ভালো।


আচ্ছা আমার যখন একশ বছর বয়স হবে,
তখনো কি তুমি এমনি করে পাগলের মতো ভালবাসবে?
রকিং চেয়ারটায় দোল খাওয়াতে খাওয়াতে পাশে দাড়িয়ে
তোমার প্রিয় কোন কবিতা পড়ে শুনাবে?
আচ্ছা, তখনো কি তুমি
আমায় কোলে তুলে নিয়ে জানলায় দাড়াবে?
ভালবেসে বলবে,"ঐ দেখো আকাশটা।"
আর আমি সাদা আকাশটায় তারা না খুঁজে
তোমার চোখে সাদা মানুষটা খুঁজে নেবো।
তখন তো আমি ভালো করে হাঁটতেই পারব না,
তখন কি তোমায় হাত বাড়িয়ে ইচ্ছে হলেই ধরতেও পাবো?


যখন আমার একশ বছর বয়স হবে,
আমি জানি তখন তুমি ছাড়া কেউ রবে না আমার পাশে।
আচ্ছা, তখনো কি তুমি এমনি করে আমার মান ভাঙাবে?
হাজার টা ফুল এনে গাঁথবে আমার খোপায়?
ভালোবাসি ভালোবাসি গাইবে গান খালি গলায়?
অনেক অভিমানে এমনি করে দেবে খাইয়ে?
তখনো কি তুমি এমনি করে রোজ দিবে নাইয়ে?
আমার একশতম জন্মদিনে
হেসে বেশি ভালো বেসো না আমায়
আমি তো বাধাই আছি তোমার ভালোবাসর অনেক ঋণে।