আল্লাহ যদি বলতেন,
"হে বান্দা, হইলে নামাজের সময়,
                যদি না হও ব্যকুল
ভয়ানক কাঁপিবে তোমার আঙুল,
যদি দাও সেজদা,
তবেই পাইবে দয়া।"
পারতেন!


যদি বলতেন,
"হে বান্দা, নামাজের হইলে সময়,
                 শুরু হবে বুক জ্বালা,
পড়িতে নামাজ তুমি হইবে উতলা।
অযু করে পড় নামাজ,
লাগিবে না বৈদ্য কবিরাজ।"
পারতেন!


যদি বলতেন,
"হে বান্দা, নামাজের হইলে ওয়াক্ত,
                 বন্ধ কাজ ধান্ধা আজ,
দৌড়াও, তাকবীরে পড় সব নামাজ।
না হয়, কে করিবে রক্ষা?
নিভাইবো প্রদীপ নামিবে সন্ধা।"
পারতেন!


কিন্তু তিনি মহান!
ঘাড়ে ধরে করাইলে কাজ পেতাম লাজ
                     তাহলে জ্ঞানী পন্ডিত,
কোথায় নামাজ! ফিরিবে না কি সম্বিত?
বাড়াও তবে জ্ঞান, লও দীক্ষা,
না দেখে বিশ্বাস, এই-ই পরিক্ষা!


০৬/০১/২০২২
কমলাপুর, ঢাকা।