ব্যথায় কোঁকায় ডুকরে কাঁদে চক্ষু ভাসে জলে,
স্বান্তনা দেই, "আল্লাহ ডাকো" হৃদয় ভরার ছলে।
ইফতারে যেই শুধায় ছেলে, "আল্লাহ কোথা আব্বু?
কোন আসমানে বসতভিটা ঝুলান দয়ার রজ্জু?


ভেতর খুঁজি বাহির খুঁজি, মসজিদে যাও প্রাতে
পাই না কেনো তাহাজ্জুদেও নির্জন গহীন রাতে?
কতো লোক তো চাওয়ার আগেই পাচ্ছে দুহাত ভরে
পাবো বলে আমিও তো তাঁর কাবাও এলাম ঘুরে।


তবুও কেনো শূন্য দুহাত শূন্য রাখেন থলে?
আমি কি তাঁর এতোই অধম, বান্দা রাখেন ফেলে?"
কান্না লুকায় হাত টা ধরি বললাম মিষ্টি হেসে,
"সব দোয়া তোর রাখেন জমা আল্লাহ ভালোবাসে।"


১৬/০৩/২০২৪ইং
ময়মনসিংহ।