তুই হয়তো বাপ আমার ছেলে
খোদার বান্দা প্রথম,
তাঁর চাওয়া-টাই সবার আগে
আমরা হলাম অধম!


সে যদি চায় দেখবে বান্দায়
এক পায়ে তোর হাঁটা,
তুই কেনো বাপ কেঁদেই সারা
গলায় ভাবছিস কাঁটা?


কান্না থামা; কাঁদছিস কেনো?
একটু নে-না সয়ে,
বোকা ছেলে কান্না কি তোর
সুখটা আনবে বয়ে?


এই ধরনীর আরাম আয়েশ
সবার জন্য কি হয়?
জেনে তো রাখ আল্লাহ খুশি
ডাকলে দুখের সময়।


তোর বয়সের কত্তো মানুষ
মাটির ঘরে শুয়ে,
তুই তো তবুও আছিস বেঁচে
নিজের জীবন লয়ে।


ভাবিস না তুই কিছু চাওয়া
আল্লাহ রাখেন তুলে,
বিনিময় টাও নগদ নগদ
পরকালেই মেলে।


০৯/০১/২০২৩
ভেলোর, ভারত।