তুমি যেদিন আলো আলো চিৎকার করে
বাঁধা টুটে ছুঁটলে রূপোলী আলোর মোহে
আমি তখন অন্ধকারে খোলা জানালায় বসে।
আমাকে দেখে উড়তে থাকা জোনাকিটা
সুর তুলে বলেছিলো, "কবি, ঘর যে আঁধার!
বাতি টা জ্বালো?"
আমি হেসেছিলাম বিনা শব্দে;
ঝড়ে তো আকাশ কালোই হয়
মেঘ দিনের আলোতে অন্ধকারই ঢালে
তবেই না বৃষ্টি, তবেই না মেলে শুদ্ধতা!
মুখে বলেছিলাম, "ঘর ভরা আলো-তেও
চেনা মানুষ গুলো কখনো বড্ড অচেনা লাগে,
আমার অন্ধকারই ভালো।"


২৬/০৮/২০২২
চট্টগ্রাম।