আমার একটা আকাশ চাই
খুব অল্প রক্তিম লাল বিকেল,
যেথায় উড়বে বুকে নীলময় সাদা সমুদ্র সফেন
যেথায় হাঁটু জলে, বৃক্ষ নেমে ধুয়ে নেয় পা
যেথায় মেঘেতে বসে মাছরাঙা আর চিল
গায় সংগীত আর দেখে মোহনায় প্রেমলীলা
যেথায় দূরের পাহাড়, উদ্দীপনায় উঁচু করে মাথা,
ছুঁয়ে দেয় কাঁধ, দাঁড়ায় বালুকাবেলা।
যেথায় রাঙিয়ে দিগন্ত, নেয় বিদায় পরিশ্রান্ত বিকেল
যেথায় চন্দ্রখচিত রজনী বসে সমুদ্র তট
শুনে আনন্দ বর্ষণে খলখল নাচে
এক বক্ষ সমুদ্র জল,
যেথায় শেষ কথা হয় নিরঞ্জনায়
নেমে সন্ধানে সমুদ্র স্নানে পায় অনুভব হাসি কলকল;
যেথায় চোখ বুঁজে হাওয়ায় খুঁজে যায় পাওয়া
খুব পরিচিত কারো শরীরের কাঁচা ঘ্রাণ ছুঁয়ে আসা গাল
যেথায় হেঁটে যায় তরী লাল শাড়ি নীল পাড়
আমার একটা আকাশ চাই, ঘাঢ় নীল খুব লাল।


০৬/০৬/২০২২
চট্টগ্রাম।