ভার্সিটির কালো নাক বোঁচা বেঁটে রোগা ছেলেটা
যাকে নিয়ে সবাই হাসতো রোজ,
শত উচ্ছ্বাসে উল্লাসে যার কেউ নিতো না খোঁজ,
এখন আমি তাঁরই ভক্ত, তাঁরই অপেক্ষাতেই থাকি
এখন আমার তাঁকেই খুব পছন্দ,
তাঁর হো হো করে হাসিই এখন আমার একমাত্র চাওয়া পরম আনন্দ।
কেন জানেন?
এক্সিডেন্টে পা হারিয়ে হুইলচেয়ার নেয়ার পর
এই বোকা ছেলেটাই একদিন হাঁটু গেড়ে পাশে বসে বলেছিলো,
"আমায় তোমার সঙ্গী করবে? এই একজীবনের সঙ্গী?"
কাছের মানুষ গুলোকে একে একে চোখের সামনে থেকে আড়ালে যেতে দেখেছি,
দেখেছি প্রিয় মানুষের চোখে স্বার্থের গাঢ় লোভ,
আপোষে ছিন্ন করতে বন্ধন,
তখন আমি এই মানুষটার চোখেই দেখেছিলাম
ভালোবাসার সত্যিকারের বোধ আমার পূজোর ফুল চন্দন।
এখন আমি সারাদিন ঘরের সব কাজ গুছিয়ে
অধির অপেক্ষায় বসে থাকি
বিকেল হলেই কখন আসবে কানে খুব চেনা কন্ঠ স্বরের শব্দ,
দরজা খুলে কখন দেখতে পাবো
আমায় দেখে কালো ছেলের চিকচিক করা সেই হাসি,
আমি, আমি কি করে না ভালোবেসে পারি বলতো!
কি করে এড়িয়ে যাবো! না এড়ানো যায় স্বর্গীয় ভালোবাসার ছন্দ!
তাইতো তাঁর হো হো করে হাসিই এখন আমার একমাত্র চাওয়া পরম আনন্দ।
৩০/১২/২০২১
চট্টগ্রাম।