কদমতলে দাঁড়িয়ে উৎভ্রান্তের মতো খুঁজেছি
উপরে উঠার সিঁড়ি আমার স্বপ্নের সীমানা
বৃষ্টিস্নাত হয়ে কর্দমাক্ত পথেই খুঁজেছি
পথের ঠিকানা
একটু দাঁড়ানোর ঠাঁই তোমার বাড়ির আঙিনা
তোমারই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে
চিৎকার করে জানতে চেয়েছি
কোথায় আমার চন্দ্র খচিত রাত কোথায় ভোর
কোথায় বাঁধা অস্তমিত আমার সকল স্বপ্ন
কোথায় ধূলিসাৎ না পাওয়া চাওয়া অবেলার সূর্যাস্ত
কেন উঁকি দেয় অন্ধকারে হারিয়ে যাওয়া স্মৃতির পাখিরা
কেন নিঃশব্দেরা একটানা করে আর্তনাদ
কেন বেদনাতাড়িত হয়ে বারবার শুনতে পাই
মৃতদের পদচারণা শোকেদের মিছিল
কেন বার-বার ফিরে আসে অগোছালো দুঃস্বপ্ন
কেন প্রতিধ্বনিত হয় দুঃস্বপ্নদের স্লোগান
কেন বেজে উঠে শত-শত আশার
বেদনায় ভরা দীর্ঘশ্বাস
আমি বড়ো ক্লান্ত! উত্তর দাও হে জগতের স্রষ্টা।


০৫/১২/২০২২
ভেলোর, ভারত।