আমি আমার মতো কবি,
বালুতে আঁকি সুন্দরের ছবি,
অায়নার সামনে সব হারিয়ে
নাইবা সাজলাম প্রেমিক খুব-ই।


আমি কৃষ্ণপক্ষের কালো রাত
শুকনো খালের ঘন গাদ,
কারো কাছে জীবন ভর
নাইবা সাজলাম রসিক চাঁদ।


আমি ক্ষিদে মনে হাসা-ই
খালি গলায় বেসুরো গাই,
যখন তখন বিষিয়ে কাঁদি
খেয়ে আবার একটু ঘুমাই।


আমি সবার দুঃখ কাঁড়ি
খুশিতে বিলাই সুখের হাঁড়ি,
পারিনা বলেই আলসেমিতে রাখি
মুখ ভর্তি কালো দাঁড়ি।


কারো চোখের নই নয়ন
নই আমি কারো প্রিয়ভাজন
তেলা মাথায় দেইনা তেল
তাই অধম সাজে বিরাগভাজন।


আমি নাকি কর্মে বিমুখ
সর্ষে ফুলে খুঁজি ভূত,
দোতারা ছাড়া বাউল আমি
তোমাকেও দেখি বিরাট অদ্ভুত।