এখন আমাকে ছাড়াই বসে আসর
মাটির কাপে আজো সেই চা,
গল্পে গল্পে হয় আড্ডা উঠে তুফান
মাঝে নেই আমি আর সেই সময়
শুধু আমার হয় না সাক্ষী থাকা।


আমাকে ছাড়াই বাগানে ফোটে কদম
শিউলিটা বিলায় সৌরভ,
স্বেত বেলি টা আজো ফুটে
শিশির ছোঁয়ায় সাদা ঠোঁটে
শুধু আমার সঙ্গ দেয়াটাই দুর্লভ।


লেকের পার্কের সবকটা রাস্তা
আজো ভরে ভোরের কোকিলে,
কলকাকলীতে হয় মুখরিত
একসাথে হাসে খেলে কতো
ঘুরে ফিরে আজো দলে দলে।


বিকেলে পুকুর ঘাট
সুন্দরী রমনীরা আজো বসায় হাট,
জলপাই তেঁতুল আর কথ্য
সঙ্গে আনে দুই হদ্দ,
শুধু আমার হয় না দেখা
চোখ মেলে লাল নীল পদ্ম।


শান্ত নদীতে কপাল পুড়া মাঝি
আজো ভাসায় তরী সঙ্গে ছেঁড়া পাল,
নিশীত অন্ধকারে আজো দেখায় পথ
শুধু আমার পথেই বাঁধা,
আমার বাগানেই ঝড়ে ভাঙে ডাল।


আমি থাকি আমার আকাশে
সবকটা ডানায় দিয়ে লোহার শিকল,
মুক্ত বিহঙ্গে উড়া আমার মানা
হৃৎপিণ্ডটা দিয়েছি ধার,
আর নিতে পারি না ধকল।