আমার ঘুম ভাঙেনি; আমি ঘুমিয়ে।
আমি পাইনা দেখতে রবির কর
পিছন অতীত বর্তমান আর সামনে অন্ধকার ভয়ংকর
আমার চোখে কেবল উড়ে ফুল পাখি আর প্রজাপতি
নশ্বর কায়ায় ছড়ায় মায়া কান্নাভরা আলো বৃক্ষলতা
এড়ায় চোখে জলদস্যুর সুচতুর জাল
কালো হাতের শক্তবেড়ি লোহার ডান্ডা ভিক্ষার থাল
গভীর সমুদ্রে পথহারা এক ভাসমান নাবিক
আর পরের হস্তে নিজের মাস্তুল।


আমার ঘুম ভাঙেনি; আমি ঘুমিয়ে।
আমি চোখ বুঁজেই পাই দেখতে অলিতে-গলিতে রাস্তার মোড়ে
ঘুরে বেড়ায় স্ব-ঘোষিত যোদ্ধা
উষ্কুখুষ্কু চুলে ভন্ড হাজার হাজার মাজার প্রেমিক
আমি দেখি বাতাসে উড়ে মস্ত বুলি
গোটা আকাশে ছেয়ে যায় নরবলির চিৎকার
অথচ সে গরীব প্রজা শক্ত হাতের সেও মজদুর
দিন আনা দিন খাওয়া সস্তা শ্রমিক।


আমার ঘুম ভাঙেনি, আমি ঘুমিয়ে।
ঘুম ভেঙে যদি দেখি
নেই কাশফুল কৃষ্ণচূড়া, হলুদ সর্ষে মাঠ পুড়ে কাঠ
যদি দেখি মানুষের মাঝে নেই মাছের আষ্টে গন্ধ
ওরা মানুষ নয়: পশু। দেখেনা পাখির উড়া,
দেখে শকুন, মৃত কুকুরের এবড়োখেবড়ো দেহ
ছড়িয়ে ছিটিয়ে থাকা শুকনো হাড়,
না না না...…আমি ঘুমোতে চাই,
ঘুমোতে চাই মাটির ভেতর, মাতৃগর্ভে
আমি ঘুমিয়ে।


১২/০৪/২০২৩
চট্টগ্রাম।