আমি যদি আমলা হতাম
মন্ত্রী নামক কামলা,
বাড়ির পাশে রেল কি ব্যাটা!
জংশন দিতাম শিমলা।


এয়ারপোর্টও আনতাম কেঁড়ে
নামটা দিতাম মুজিব,
রাতা-রাতি উড়তো বিমান
নিন্দুকেরা নির্জীব।


সরকারি বাস স্টপেজ দিতো
আসতে হতো দোরে,
রাস্তা খানাই আনতাম ঘুরায়
জানতো লোকে পরে।


এই শহরের চিপায় চাপায়
মেট্রো দিতাম জুড়ে,
উড়াল সড়ক পাতাল রেল টা
থাকতো ঘরে ঘরে।


১৮/১১/২০২৩
ময়মনসিংহ।