কসম খেয়ে বলছি হে প্রেম
মেঘেদের গা ছুঁয়ে উড়িয়ে দেখিনি পর্দা
দেখিনি তোমার নয়নের আলো কেমন শুভ্র সাদা
খুঁজিনি তাতে তোমার গায়ের নরম স্পর্শ
নিরাপদ নিঃস্বার্থ জান্নাতি ওম,
আমি কসম খেয়ে বলছি হে প্রেম
খুঁজিনি তোমায়!
আমি খুঁজিনি দূর্বল আড়ষ্ট সেই পথে তোমার চলার হেতু
চাইনি বন্ধন তুমিও গড়ো অনিচ্ছাতেও সেতু।
চাইনি বাক থমকে যাক
থমকে যাক সম্মুখ চলার পথ ঐশ্বর্যে গমন
চাইনি হোক জারি ঘটাক বিঘ্ন আমার সমন।
কসম খেয়ে বলছি হে প্রেম
তোমার জন্যে গিয়ে দূর হেঁটে এসেছি ঐ কাঞ্জিপুরম
তোমার আচঁলের রেশম সূতোয় খুঁজিনি গন্ধ,
চাইনি মিলুক আর কারো চিবুক অন্য কিছু অন্য রকম,
আমি কসম খেয়ে বলছি হে প্রেম।


১৭/০৯/২০২২
ময়মনসিংহ।