যখন ভাবি আমার আছে নামি,
আমি-ই পারবো দিতে জগতে সবচেয়ে দামী,
সবচেয়ে খাঁটি ভালোবাসা নিখুঁত পরিপাটি,
আছি ধরাতলে করে বোকামি।


যখন দেখি ছোট্ট কিশোরী
রাতের আঁধারে সংসারের টানে মস্ত ঘানি
একা চালায় গাড়ি পিঠে নিয়ে বোঝা ভারী,
আমি লজ্জায় ডুবে মরি।


যখন দেখি বৃদ্ধ নায়েব আলী
পায়ে প্যাডেল চালায় রিক্সা প্রত্যয়ে কঠিন পারিশ্রমী
সন্তান তার হচ্ছে ডাক্তার ইন্জিনিয়ার ভীষণ বিনয়ী
লজ্জায় মোর মুখে পরে কালি।


যখন দেখি দিকবিদিক ছুটে
কর্ম খুঁজে বেকার পিতা হাঁটে পথে ঘাটে মাঠে,
দেয় তুলে খাদ্য বুখা স্ত্রী সন্তানের শূন্য পেটে
লজ্জায় কণ্ঠ হারাই ঠোঁটে!


যখন দেখি মানবে চলে চাবুক
ক্ষমতায় দেখিয়ে বৃদ্ধাঙ্গুলি বিচারটা রাখে তুলে, থাকুক,
অথচ রাস্তার কুকুরেরা বাঁচিয়ে প্রাণ মনিবে ভরায় প্রশস্ত বুক
লজ্জায় কি করে তুলি চিবুক!
১৬/০১/২০২১


(আমরা নিজের ভালোবাসা টাকে বড় করে মাপি। অথচ তারচেয়েও বড় ভালোবাসা জগতে আছে। দেখতে পাই না। পেলেও ওজন করি না।)