আমি দেখি তার অন্তরের ভেতর,
নতুন বাঁধা দু-চালা এক টিনের ঘর,
এক কুঠুরে তার কাঁথা বালিশ মধ্যিখানে দেয়াল
ভাবলাম,
নিশ্চিত অন্য খানে তো আমি! আমার ঘর!
দেখি! আমি তো নই
সেখানে বসবাস অন্য কারো অন্য কেহ পর!
এই যে আমার তার উঠোনে নিত্য করা আসা যাওয়া
তার বাগানে স্বপ্ন দেখা
তবে কি মিথ্যে তা, ভ্রান্ত সকল?
তুমিও করো ছেলেখেলা আমার ছিঁড়ে বাকল!
চাঁদনি রাতে তোমার জোছনা ধরা
মিথ্যে কি তোমার হাত ধরে গল্প বলাও?
আবার কি হবে নিশাচর পাখি
আবার হাঁটবে কি পথ?
অপেক্ষায় গুনবে কি আরো প্রহর, খুলে দুই আঁখি?
সঙ্গে কেবল সে....
আমি তো নই অন্য কেহ পর।


৩১/০৮/২০২২
চট্টগ্রাম।