বউ পটাতেই কিনলাম শাড়ি, আরো গোছা দুই চুড়ি
অফিস শেষে ফিরতে বাড়ি, একটু হলো তাই দেরি।
ভাবলাম খেয়ে হাত-মুখ ধুয়ে, বউকে দিয়ে উপহার
ঠোঁট রেখে ধর জড়ায় কোমড়, চুম্বনে করবো আদর।
ওমা দেখি! মেঘ হীন গগন, ছেয়েছে আঁধার কখন!
রোজ যেথা পাই সূর্যের হাসি, আজ সেথা চন্দ্র গ্রহন!


গুমোট হাওয়া চুপচাপ খাওয়া,ক্ষণিক ঐ চোখাচোখি,
ভয়েতেই রই বজ্রপাত ঐ, কখন কোথা দেয় উঁকি।
মাঝ রাতে ভিজায়ে বালিশ, রমনী জানায় নালিশ
চালায় ছুরি আমি নাকি, ঠিকঠাক পারি খুব মালিশ।
অনুযোগ তার বড্ড গোয়ার, পর্-কীয়ায় খাচ্ছি খাবি,
নয়তো সন্ধায় খোলা রিক্সায়, পাশে কেনো ঐ ভাবী?


০২/০৪/২০২৩
চট্টগ্রাম।