তোমার কত্তো অনুযোগ আমি নাকি তুমি না
বলি না তোমায় আমার আছে যতো ব্যাথা!
বল, ভরা নদীতে আরো পানি কি করে ঢালি!
তুমি যে যাবে ভেসে উজানে জমবে শুধু বালি।


আমার নাকি আছে ঘড়ি মাঝখানে অন্য ছবি
চলে সময় আমার মতো আমার হাতে চাবি।
মিছে তুমি হও হয়রান কাটাও বিনিদ্র রজনি
আমি দেখি সু-সময় তোমার চোখেই সজনি।


বর্ষা রাতে আমি নাকি ছুটি রহি দুর তফাতে
বন্ধকরি দোর কাটাই সময় তুমি হীন নিভৃতে।
দেখোনা তুমি, করি বন্ধ আছে যত টিনে ফুটো
নাহয় তুমি যাবে ভিজে বৃষ্টি নিবে সর্বাস্ব লুটে।


টাকাকড়ি যা আছে মোর যখন যেথায় যা জুটে
বলিনা কেন তোমায় সঙ্গী ভাবিনা একটুও মোটে!
পুরুষ আমি কর্তব্য টুঁটি না অকারণ অযুহাতে
যখন যা হবে প্রয়োজন বলো, তুমি যাবে জিতে।
২৭/০১/২০২১
পুনে, ভারত।