খুব অনুশোচনা হয় ফেলে আসা দিন আর রাত্রের!
যা আমি পার করে এসেছি হেলায়,
কতো রাত্রি কাটিয়েছি গভীর ঘুমে
যখন আমার যৌবন ছিলো
প্রয়োজন ছিলো তোমাকে ডাকার, ডাকিনি
অজ্ঞতায় আর অবেহেলায়।
কতো প্রভাত কাটিয়েছি আলসেমিতে
যখন মুমিন বান্দারা দাঁড়িয়েছে জায়-নামাজে
কতো কতো মুহুর্ত করেছি নষ্ট দুনিয়াবি কাজে
যখন তোমাকে ডাকতে পারতাম
কৃতজ্ঞতায় নুয়াতে পারতাম মাথা ধর শরীর।
বন্ধুদের আড্ডায়, চোখ সিনেমার পর্দায়
শয়তানের ধোঁকায় রেখেছি কর্ণ গানের ফিতায়
কতো সময়, হায় কতো সময়!
ইবাদত ছেড়ে গিলেছি গোশত, চিকেন ফ্রাই ব্রেড জিলেপি
করিনি খেয়াল পাশেই হয়তো ছিলো মুনকার নাকির
নেকির খাতা শূন্য রেখে ভরেছি পাতা পাপে!
খোদা ক্ষমা করো, ক্ষমা করো
তোমার শতকোটি সৃষ্টির মাঝে পাপী এই ক্ষুদ্র বান্দায়
তোমার অপার ক্ষমতায়!
আমার চোখ খুলে দাও, অন্তরকে করো পরিষ্কার
আর ফেলো না পরিক্ষায়!


৩০/১০/২০২২
কুমিল্লা।