চলে যাওয়ার পর,
তোমার অনুশোচনার কি দাম থাকতে পারে!
খাটিয়ায় শোয়া নিশ্বাস হীন মৃত দেহে
তোমার স্পর্শ অবিরাম ক্রন্দন বিলাপের ভারী বাতাস
অনুতাপের কোন মানে হয় না!
জীবিত দেহের কালো পশম আর
মৃতের তাজা উজ্জ্বল নক্ষত্র এক হয় কি?
কর্তব্য তো এখনি তোমার,
বিশ্বাস স্থাপন করো তাঁর প্রতি, বোঝো তাঁর অনুভূতি
দূরত্ব কমাও অন্ধকার কমিয়ে আলোর সাথী হও।
বিদায় বেলা নয়, শেষ সময়ে নয়, এখন
কারণ সেও জানে; বার্ধ্যকের প্রেম যতোটা না অনুভুতির
তার চেয়ে ঢের বেশি হয় পরনির্ভরশীলতা আর সহানুভূতির।
অনুশোচিত হও বন্ধু!


২৯/১০/২০২২
ময়মনসিংহ।