সন্ধ্যা তাঁরা দিচ্ছে দাওয়াত
লিখছে দুইএক ছত্র,
অন্ধ যে জন মিলায় আঁধার!
হাওয়ায় পাঠায় পত্র।


বাসন্তী রাত বললো ভ্রান্ত
চন্দ্রালোকও অন্ধ,
নিচ্ছে যেজন নিক না লুটে
দুয়ার করুক বন্ধ!


মেলায় যদি সর্বতো লোক
মিলুক সুবাশ গন্ধ,
জীবন কি বাত নিশুতি রাত
ক'জন বুঝে ছন্দ?


০৯/০২/২০২৪ইং